Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
করোনা ভাইরাস থেকে রক্ষা পাবেন যেভাবে
বিস্তারিত

রাণঘাতী করোনা ভাইরাস সহ যে কোন কঠিন রোগ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই ভয়াবহ ভাইরাস থেকে হেফাজত করুক।

 

اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّءِ الأَسْقَامِ

 

বাংলা উচ্চারনঃ

আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ছাইয়্যিইল আসক্বামি।

 

বাংলা অর্থঃ

 হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার কঠিন ব্যাধিথেকে আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাঊদ, তিরমিজী)

 

 

   আবুল ইয়ামন (রহঃ) ... উসামা ইবনু যায়িদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি সা’দ (রাঃ) কে বলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী প্রসঙ্গে আলোচনাকালে বললেন, এ একটি শাস্তি, কতক জাতিকে এ দ্বারা শাস্তি দেওয়া হয়েছে। তারপর এর কিছু অংশ বাকী রয়ে গেছে। তাই কখনো  চলে যায় আবার কখনো তা ফিরে আসে। যখন কেউ কোন এলাকায় মহামারীর কথা শুনবে তখন যেন সে তথায় না যায়। আর যে কেউ এমন এলাকায় অবস্থান করে যেখানে এর প্রাদুর্ভাব ঘটেছে, তখন সে যেন সেখান থেকে পলায়ন করে বেরিয়ে না আসে।

   (পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন, গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৭৯/ কূটকৌশল, হাদিস নাম্বার: ৬৫০৩)

 

 

  আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্লেগ সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে তিনি বললেন, তা একটি আযাব। আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদের মধ্যে যাদের প্রতি ইচ্ছা করেন তাদের উপর তা প্রেরণ করেন। আর আল্লাহ্ তা‘আলা  তাঁর মুমিন বান্দাগণের উপর রহমত করে দিয়েছেন। কোন ব্যক্তি যখন প্লেগে আক্রান্ত জায়গায় সাওয়াবের আশায় ধৈর্য ধরে অবস্থান করে এবং তার অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে যে, আল্লাহ তাকদীরে যা লিখে রেখেছেন তাই হবে তাহলে সে একজন শহীদের সমান সওয়াব পাবে। (৫৭৩৪, ৬৬১৯) (আধুনিকপ্রকাশনীঃ ৩২১৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩২২৫)

 

 

 

কী কী সতর্কতা নেবেন

● শ্বাসকষ্ট, কাশি ও হাঁচি হচ্ছে এমন ব্যক্তির সঙ্গে স্বল্প দূরত্ব বজায় রাখুন।


● কাঁচা মাংসের বাজারে এ ক’‌দিন না গেলেই ভাল।


● মাংস ও ডিম রান্না করার সময়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে তারপর খাবেন।


● কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোবেন।


● আপনার যদি শরীরে জ্বর জ্বর ভাব দেখা দেয় বা নিঃশ্বাসের কষ্ট হয়, তাহলে নিজের হাঁচি ও কাশি পেলে মুখ ঢেকে নিন, তাহলে আপনার পাশের ব্যক্তি সুরক্ষিত থাকবে।


● যেকোনও প্রকার ঠাণ্ডা পানীয়, আইস ক্রিম, কুলফি, মিল্কশেক, দুধের মিষ্টি খাওয়ার আগে দেখে নেবেন তা ৪৮ ঘণ্টা আগের কিনা। ৪৮ ঘণ্টা বা তার বেশি সময়ের আগে বানানো হলে তা খাবেন না।‌‌‌

 

 

করোনা_ভাইরাস (কোভিড-১৯) নিজেই পরীক্ষা করুন।

 

পরীক্ষাটা হলো: পরিচ্ছন্ন পরিবেশে লম্বা একটা শ্বাস নিয়ে সেটাকে দশ সেকেন্ডের কিছুটা বেশি সময় ধরে আটকে রাখুন।


যদি এই দম ধরে রাখার সময়ে আপনার কোনো কাশি না আসে, বুকে ব্যথা বা চাপ অনুভব না হয়, মানে কোনো প্রকার অস্বস্তি না লাগে, তার মানে আপনার ফুসফুসে কোনো ফাইব্রোসিস তৈরি হয়নি অর্থাৎ কোনো ইনফেকশন হয়নি, আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত আছেন।


* জাপানের ডাক্তাররা একটি অত্যন্ত ভালো উপদেশ দিয়েছেন যে, সবাই চেষ্টা করবেন যেন আপনার গলা ও মুখের ভেতরটা কখনো শুকনো না হয়ে যায়, ভেজা ভেজা থাকে। তাই প্রতি পনেরো মিনিট অন্তর এক চুমুক হলেও পানি পান করুন। কারণ, কোনোভাবে ভাইরাসটি আপনার মুখ দিয়ে শরীরে প্রবেশ করলেও সেটি পানির সাথে পাকস্থলীতে চলে যাবে, আর পাকস্থলীর এসিড মুহূর্তেই সেই ভাইরাসকে মেরে ফেলবে।

(ইন্টারনেট থেকে প্রাপ্ত এই মেসেজটি বাংলায় অনুবাদ করা হ‌য়ে‌ছে। আপনারা আপনাদের আত্মীয়-বন্ধু-স্বজনদের সাথে শেয়ার করতে পারেন)

 

আপনার আশেপাশে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে বা লক্ষণ দেখা দিলে আইইডিসিয়ার-এর হটলাইন নাম্বারগুলোতে ফোন করে অবগত করুন।

০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫

 

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।


মহান আল্লাহ আমাদের সকলকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করুন।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
22/03/2020
আর্কাইভ তারিখ
30/04/2020